Sunday, 22 January 2023

 খুব মনখারাপ লাগছে। ভালো লাগছেনা কিছু। কি এই জীবনের মানে, কি হবে এই নিঃসঙ্গ বেঁচে থাকা নিয়ে, খুব ইচ্ছে করছে কারোর কাছে গিয়ে ইচ্ছের ঝাঁপি খুলে দি, চোখের জল এ ভিজিয়ে দি কারোর জামা, কিন্তু জানি, এই ইচ্ছের কোনো মানে নেই। আমি কারোর জন্যে থাকলেও, আমার জন্যে কেউ ই নেই। 

বাইরে ঝলমলে রোদ্দুর ভরা একটা দিন , ভীষণ নীল আকাশ। আমার বাড়ির সামনের ম্যাপল গাছের পাতা প্রায় সব ই ঝরে পড়ে গেছে। দুদিনের জন্যে এত সৌন্দর্য্য ন...