Friday, 23 February 2018

পাওনা

প্রতিটা দিন এতো ঘটনাবহুল?

অবাক হয়ে তাকালাম আমি...

আমার সেই ভেতরের আমিটা অচঞ্চল।..

মুচকি হাসলো।..বললো ওরে মেয়ে তোর জানার এখন হয়েছে টা কি?

সকাল থেকে বিকেল , বিকেল থেকে সেই রাত

প্রতিটা দিন প্রতিটা মুহূর্ত এতো আলাদা কি করে হয়, হয় এতো তফাৎ

এই আছি তো এই নেই

এই এতো কিছু সব আমার পাওনাই?

বুকের মাঝে মেঘের চমক,

ঝরনা দুচোখ দিয়ে

এই মেয়ে তোর হয়েছে টা কি?

নেরে দুহাত ভোরে।...

মুখ ফুটে যে মেয়েটা বলেনি কোনো কিছুই

চাওয়া সে তো দূরের অনেক।..ভাবনা দূরাতীত 

আজ আঙিনায় অজাচিতর আহ্বানে সে কিছু শঙ্কিত

স্তম্ভিত

একটু পেলেই অনেক পাওয়া

শান্তি তারই মাঝে

একটু পেলেই খুশির চমক চোখ ভোরে যায় জলে

বুকের মাঝে তুফান ওঠে

তার একটু বেশি হলে,

বড্ডো বেশি ভীতুগো সে যে

যদি সব হারাতে হয়, তার থেকে তাকে দিওনা এসব

যা কিছু  তার নয়......

তার চাইতে রেখো তাকে চির সাধারণ করে

শুধু আসতে দিও ভোরের আলো। ....ছোট্ট তার ঘরে

ভিজিয়ে দিও চাঁদের আদরে। ..ওই জ্যোৎস্না মাখা রাত

ক্ষণিক সুখ এর নেই দরকার

শুধু থাকুক হাতে হাত। ...












No comments:

বাইরে ঝলমলে রোদ্দুর ভরা একটা দিন , ভীষণ নীল আকাশ। আমার বাড়ির সামনের ম্যাপল গাছের পাতা প্রায় সব ই ঝরে পড়ে গেছে। দুদিনের জন্যে এত সৌন্দর্য্য ন...