Friday, 29 July 2022

বর্ষা আসুক অন্যরকম।

শ্রীজাত গুপ্তা 

অন্য বর্ষা 

তোমার হাতে হাত ছোঁয়ালে 
বৃষ্টি তুমুল 
নখের নিচে 
রাপুঞ্জেলের ভুল শহরে 
দুই বিনুনি 
কম পড়েছে 
তোমার ঠোঁটে 
চোখ ভাসালে 
মেঘের কোলে 
আত্মগোপন 
ইচ্ছে খুব ই এসব লিখি 
প্রেম জানাবো নতুন করে 
রঙ্গীন জলে 
শুখনো পাতা ঝড় নামবে 
অবাধ্য মন 
সেরুলিয়ান 
নীল পোশাকে , আকাশ জুড়ে 
রাজপুত্তর , নাম খুঁজেছি অভিসারের 
শীতল নদী 
পাঠ শিখেছি, 
অস্থিরতায় 
ভুল বুঝেছি 
নিত্যনতুন 
কৃষ্ণচূড়ার নাম রেখেছি 
শুদ্ধ রেখার 
তোমার হাতে 
মুখ লুকিয়ে 
ইচ্ছে ভীষণ 
তোমার কোলে মুখটি ঢাকি 
চুলে তোমার হাতটি থাকুক 
ইচ্ছে ভীষণ 
অলক্ষ্যে ফের 
বর্ষা আসুক 
অন্যরকম।












No comments:

তুমি আমার কে

 তুমি বললে কেন ভাবো আমায়, কে আমি তোমার  আমি বললাম তুমি। .. না কেউ তো নয়  কেউ তো নয়  তবু এই যে যখন শ্রাবণ মাসের বৃষ্টি ভিজে হাওয়া গায়ে এসে লা...