Wednesday, 9 October 2019

বিজয়া

নিশি পোহাইলো , উমা গেল চলি কৈলাশ অভিমুখ
বিরহী যক্ষ পাইলেন তাঁরে সংসার সম্মুখ
পতি সোহাগে সতী সোহাগিনী
যুগ যুগ ধরে তাঁরে খুঁজি
যেভাবেই পাই সেভাবেই চাই যতটুকু যা বুঝি
কৃষ্ণপ্রেম যবে মিশে যায় কালিদাস রচনায়
বুঝি সেইক্ষণে কি অমোঘ কারণে ভেদাভেদ মুছে যায়
বৈষ্ণব হোক  কিংবা শৈব, বিধিমতে বা বিরোধে
মূল কথা শুধু হলো প্রেম, লোক মতে, অমতে।
দুই দেহ, মন, শুধু অনুক্ষণ, লোক চোখ কিবা আসে
মায়াময় এ ভুবন অটুট বন্ধন  বেসো ভালো শুধু তার ই আশে।


No comments:

বাইরে ঝলমলে রোদ্দুর ভরা একটা দিন , ভীষণ নীল আকাশ। আমার বাড়ির সামনের ম্যাপল গাছের পাতা প্রায় সব ই ঝরে পড়ে গেছে। দুদিনের জন্যে এত সৌন্দর্য্য ন...