Monday, 21 February 2022

নিস্তব্ধ দুপুরের একাকী একাকিত্ব এ আমার আগলে রাখা সবুজ সজীবতা , পাশে রাখা ছোট্ট জল সিঞ্চনের সাজি জানেনা জানালার বাইরেটা কত রুক্ষ, শুষ্ক, কঠিন; কাঠিন্য আর আহত করেনা , ভিতরটা আজ স্তদ্ধ, ভাবাবেগ হীন, নির্লিপ্ত শান্ত। কোথাও কোনো শব্দ নেই, এমন দুর্ভেদ্য নৈশব্দ এমন প্রচন্ড শান্ত দুপুর যেন সমস্ত স্নায়ু জুড়ে আত্মসমাহিতের মতন নিজেকে করে চলে নীরব নির্লিপ্ত স্থির অবিচল। 

No comments:

বাইরে ঝলমলে রোদ্দুর ভরা একটা দিন , ভীষণ নীল আকাশ। আমার বাড়ির সামনের ম্যাপল গাছের পাতা প্রায় সব ই ঝরে পড়ে গেছে। দুদিনের জন্যে এত সৌন্দর্য্য ন...